Logo
Logo
×

জাতীয়

শীতার্তরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে পাচ্ছেন ৭ লাখ কম্বল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম

শীতার্তরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে পাচ্ছেন ৭ লাখ কম্বল

শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণের জন্য ত্রাণ মন্ত্রণালয় ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে। এছাড়া প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল বরাদ্দ করা হয়েছে শীতার্তদের জন্য।

শুক্রবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আট বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে শীতের শুরুতেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া টাকায় কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে জেলা প্রশাসকদের অধীন উপজেলা নির্বাহী অফিসাররা ইতোমধ্যে জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুঃস্থদের মাঝে বিতরণ শুরু করেছেন।

ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল বিতরণ ও ক্রয়ের বিষয়টি নিবিড়ভাবে তদারকির জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন