Logo
Logo
×

জাতীয়

হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন জামায়াত নেতারা: জামায়াত আমির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন জামায়াত নেতারা: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্যের পথে দৃঢ়। অন্যায়ের কাছে আমরা মাথা নত করিনি। আমাদের নেতৃবৃন্দ বহু ষড়যন্ত্রের শিকার হয়েছেন, হাসিমুখে ফাঁসির মঞ্চে গেছেন কিন্তু নীতি থেকে বিচ্যুত হননি। রঙিন প্রস্তাব এবং ষড়যন্ত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এর কারণ হলো আমরা আল্লাহকে ভয় করি।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা এই দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। যারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসে, তারা অন্যের সম্পদে হাত বাড়াতে পারে না। তাদের কাছে মানুষের জীবন, সম্পদ ও সম্মান নিরাপদ থাকে। জামায়াতের মধ্যে যদি এর ব্যতিক্রম কিছু ঘটে, আপনারা আমাদের সমালোচনা করবেন।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অনেক রক্ত ঝরেছে, প্রাণহানি ঘটেছে। অনেক মানুষ পঙ্গু হয়েছে, চাকরি হারিয়েছে, ঘরবাড়ি ছেড়েছে, দেশ ত্যাগ করেছে। এত মানুষের সম্মানহানি হয়েছে। তারপরও কি আমাদের জাতি শিক্ষা নেবে না? যারা শিক্ষা নেবে না, আমরা তাদের সমর্থন করতে পারি না। একজন চাঁদাবাজ কখনও রাজনীতিবিদ হতে পারে না।

জামায়াতের আমির আরও বলেন, যে জাতি বিভক্ত, তার ওপর সবাই কর্তৃত্ব করতে চায়। আমাদের জাতির ওপর ৫৩ বছর ধরে এভাবে কর্তৃত্ব করা হয়েছে। আমাদের তরুণ সমাজ, জনগণ জেগে উঠেছে। আমরা আর চাই না কেউ আমাদের ওপর কর্তৃত্ব করুক। আমাদের ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

জাতির উন্নয়নে দক্ষ ও যোগ্য সংসদ সদস্যের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সংসদে আমরা এমন কিছু মানুষকে দেখেছি যারা এক পাতা লিখে সংসদে পড়তে বলেছে, অথচ এক পাতা পড়তে তাদের ২০ মিনিট লাগে এবং ৪০টা ভুল করেন। যিনি লিখিত একটি পাতা পড়তে পারেন না, তিনি আমাদের জন্য আইন প্রণয়ন করবেন? আমরা নাচে-গানে ভরা সংসদ, খিস্তি-খেউড়ের সংসদ, গানের আসর, নাটক ও হাসিঠাট্টা দেখেছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন