Logo
Logo
×

জাতীয়

আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না ডিবিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না ডিবিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিবি কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (০৬ জানুয়ারি) সকালে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বাংলাদেশ আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে যেভাবে ছিনতাইকারীর সংখ্যা বেড়েছে, ঠিক তেমনভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করছে। তবে সিভিল পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না।

সচিবালয়ের সামনে যারা আন্দোলন করেছে, তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে বাদপড়া পুলিশ সদস্যদের আর নেওয়া হবে না।

ভারতের মিডিয়াকে যেভাবে প্রতিহত করছে আমাদের মিডিয়া, তাতে সন্তুষ্ট প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন