পল্লী ও সমবায় বিভাগের সচিব হলেন নজরুল ইসলাম

যুগের চিন্তা ২৪ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

ছবি : সংগৃহীত
সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা দক্ষিণের প্রশাসক নজরুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
আজ সোমবার (০৬/০১/২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নজরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি পদোন্নতি পান। প্রশাসনে তিনি একজন যোগ্য ও মেধাবী কর্মকর্তা হিসেবে সুপরিচিত।