Logo
Logo
×

জাতীয়

যুক্তরাজ্যের বিশেষায়িত লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

যুক্তরাজ্যের বিশেষায়িত লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের বিশেষায়িত লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি লন্ডন ক্লিনিকে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তার মাকে হাসপাতালে নিয়ে যান। দীর্ঘদিন পর মা-ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দরে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। কাতারের আমিরের পাঠানো এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি দোহা হয়ে বুধবার বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনে পৌঁছায়। 

উল্লেখ্য, দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দেশের ভেতরেই চিকিৎসা নিচ্ছিলেন। বিএনপি তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানালেও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই অনুমতি দেয়নি। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়, যা তার বিদেশে চিকিৎসার পথ খুলে দেয়। 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের জটিলতা, আর্থ্রাইটিস, কিডনি সমস্যা এবং ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সর্বশেষ তিনি ২০১৭ সালের জুলাই মাসে লন্ডন সফর করেছিলেন। দীর্ঘ ছয় বছর পর তার আবার লন্ডনে যাওয়া হলো। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন