Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশে তুরস্ক অস্ত্র বিক্রি করতে চায়: বাণিজ্য উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম

বাংলাদেশে তুরস্ক অস্ত্র বিক্রি করতে চায়: বাণিজ্য উপদেষ্টা

তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ তথ্য দেন। তবে এ বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলে উল্লেখ করেন তিনি। 

বাণিজ্য উপদেষ্টা জানান, বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতাসহ বাণিজ্যিক বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া গার্মেন্টস, ফার্মেসি, খাদ্যসহ বিভিন্ন অর্থনৈতিক খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। 

শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশ চাইলে তুরস্ক আলাদা একটি অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) গড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তুরস্ক ইতোমধ্যেই বাংলাদেশে বিভিন্ন খাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে জানান তিনি। 

এছাড়া তিনি উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে টিসিবির কার্ড ব্যবস্থায় দুর্নীতির মাধ্যমে একই পরিবারের একাধিক ব্যক্তিকে কার্ড দেওয়া হতো। বর্তমান সরকার সেই সংখ্যা ১ কোটির পরিবর্তে ৬৩ লাখে নামিয়ে এনেছে। 

রমজানে বাজার পরিস্থিতি সম্পর্কে আশ্বাস দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় মজুদ যথেষ্ট রয়েছে, তাই কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন