Logo
Logo
×

জাতীয়

ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম

ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার পতনের পর সবার মধ্যে অনৈক্য তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব এই মুহূর্তে কোনো বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান। তিনি বলেন, "শেখ হাসিনা পালানোর পর থেকে আমরা নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। দুর্ভাগ্যবশত, এখন যে প্রতিযোগিতা শুরু হয়েছে তা সুস্থ নয়। ক্ষমতায় টিকে থাকতে পারবে তখনই যখন তুমি একটি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে।"

সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, "সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি। শহীদ জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে। সংবাদপত্রের স্বাধীনতা, যা বাংলাদেশে মাত্র ৪টি পত্রিকা চালু ছিল, সবগুলো পত্রিকা খুলে দিয়েছিলেন তিনি। বন্ধ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনে মুক্ত করেছিলেন। ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি বাদ দিয়ে মুক্ত অর্থনীতি নিয়ে এসেছিলেন।"

তিনি আরও বলেন, "১৯ দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার। আমরা এই জিনিসগুলো কেউ প্রচার করি না। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বড় বড় কথা বলছেন তারা কখনোই এই কথাগুলো আনেন না। কারণ তারা অনেকেই মা ও মানুষের সাথে এখনো সম্পৃক্ত হতে পারেন নাই। আমি অনুরোধ করবো সকলকে এই বিষয়গুলো দেখার জন্য।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিক রেহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ অন্যান্যরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন