Logo
Logo
×

জাতীয়

তিন দিনের রিমান্ডে সাবেক এমপি শফিউল ইসলাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম

তিন দিনের রিমান্ডে সাবেক এমপি শফিউল ইসলাম

তিন দিনের রিমান্ডে সাবেক এমপি শফিউল ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় রউফ নামে এক যুবক নিহতের মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আল মাহমুদ শরীফ আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম মিলি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।

গত ৮ জানুয়ারি ঢাকায় গ্রেপ্তার হন শফিউল। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টরে রউফ নামে এক যুবক নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় রউফের ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার ৭ নং এজাহারনামীয় আসামি শফিউল ইসলাম মহিউদ্দিন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন