বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ পিএম

মঙ্গলবার (১৪ জানুয়ারি) যমুনায় কোরিয়ান ইয়াংওন করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংসহ আরও কয়েকজন শীর্ষ বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে সমস্ত বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কোরিয়ান ইয়ংওন করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংসহ শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
দক্ষিণ কোরিয়ার বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান ইয়ংওন করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য বেশ কিছু প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা জানান, কোরিয়ান ইপিজেডের জমি সমস্যার সমাধান আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে। তিনি কোরিয়ান ইপিজেডকে একটি মডেল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যা উল্লেখযোগ্য বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরি করবে।
কিহাক সাং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও দ্রুততর করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার মতে, বন্দরের ধীর গতির কারণে বাংলাদেশ বিশ্বমানের ফ্যাশন পোশাক রপ্তানির বড় সুযোগ হাতছাড়া করছে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ভিয়েতনাম দ্রুত রপ্তানি কার্যক্রমের মাধ্যমে বিপুল পরিমাণ বিনিয়োগ আকৃষ্ট করেছে।
প্রধান উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরকে অঞ্চলের শীর্ষ বন্দর হিসেবে গড়ে তুলতে ধারাবাহিক পরিকল্পনা চলছে। বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এ বিষয়ে কাজ করছেন। একইসঙ্গে, কিহাক সাং ও ব্রিটিশ বিনিয়োগকারী মোহাম্মদ এ মতিন বিনিয়োগ প্রচারের সংস্থাগুলোকে এক ছাতার আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন।
বিডা প্রধান চৌধুরী আশিক মাহমুদ জানান, বর্তমান অস্থায়ী সরকার বিনিয়োগ সংস্থাগুলোকে একীভূত করার জন্য কার্যকর উদ্যোগ নিয়েছে। কিহাক সাং জানান, ইয়ংওন করপোরেশন বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছে, যা আগামী তিন মাসের মধ্যে উদ্বোধন হবে।
বৈঠকে ব্রিটিশ বিনিয়োগকারী মোহাম্মদ এ মতিন ইপিজেডে শ্রম আইন সহজ করা এবং সোলার প্যানেলের জন্য নেট মিটারিং চালুর প্রস্তাব দেন। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, শ্রম আইন সংস্কারে অস্থায়ী সরকার কাজ করছে এবং চট্টগ্রাম বন্দরে দ্রুত রপ্তানি প্রক্রিয়া নিশ্চিত করতে সবুজ চ্যানেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পোশাক জায়ান্ট ইন্ডিটেক্সের কান্ট্রি হেড হাভিয়ের কার্লোস সান্তোনজা ওলসিনা বাংলাদেশে ব্যবসা করার শর্ত সহজ করার জন্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করেন। ব্রিটিশ কোম্পানি ডিউহার্স্টের পরিচালক পল অ্যান্থনি ওয়ারেনও বৈঠকে উপস্থিত ছিলেন।