Logo
Logo
×

জাতীয়

জাতি হিসেবে ‘বাঙালি’ পরিচয় বিলুপ্ত করে ‘বাংলাদেশি’ করার সুপারিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম

জাতি হিসেবে ‘বাঙালি’ পরিচয় বিলুপ্ত করে ‘বাংলাদেশি’ করার সুপারিশ

ছবি : সংগৃহীত

সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের বর্তমান সাংবিধানিক নামে থাকা ‘প্রজাতন্ত্র’ ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ শব্দগুলো বাদ দিয়ে সেখানে ‘নাগরিকতন্ত্র’ এবং ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ নাম ব্যবহার করার সুপারিশ করেছে।

সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন যে সুপারিশগুলো করেছে, তাতে ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’ এই বিধানটি বিলুপ্ত করে নাগরিকদের ‘বাংলাদেশি’ হিসেবে পরিচয় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেয়।

কমিশন বাংলাদেশের বর্তমান সাংবিধানিক নামে থাকা ‘প্রজাতন্ত্র’ ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ শব্দগুলো বাদ দিয়ে সেখানে ‘নাগরিকতন্ত্র’ এবং ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ নাম ব্যবহার করার সুপারিশ করেছে। তবে ইংরেজি সংস্করণে ‘রিপাবলিক’ ও ‘পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শব্দগুলো রেখে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, এই সংবিধান প্রতিটি নাগরিককে পরস্পরের প্রতি অধিকার, কর্তব্য ও জবাবদিহিতার চেতনায় সংঘবদ্ধ করবে, সর্বদা রাষ্ট্র পরিচালনায় জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করবে, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার নীতিকে অনুসরণ করবে এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখবে।

আরও বলা হয়েছে, জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধানকে জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে গ্রহণ করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন