Logo
Logo
×

জাতীয়

জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত সারজিস আলমের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম

জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত সারজিস আলমের

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে পঞ্চগড় পৌরসভার প্রায় দুই হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সারজিস আলম বলেন, "পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি বা অন্য কোনো তরুণ তাদের প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে এই দায়িত্ব গ্রহণ করা উচিত।"

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মানুষের দাবি পূরণে কাজ করা হয়েছে। জনগণ এখন চায়, তরুণ নেতৃত্ব তাদের সংসদে প্রতিনিধিত্ব করুক।

সারজিস আলম বলেন, "অন্যায়-অনিয়ম রুখতে প্রতিটি জেলা ও উপজেলায় গ্রুপ তৈরি করা হবে। এই গ্রুপের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সৃষ্টিকর্তার দেওয়া সুযোগকে আমরা মানুষের কল্যাণে কাজে লাগাব।"

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "জনগণের চাওয়া কেবল একটি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বচ্ছ নির্বাচন হলে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। তবে ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন সংস্কার, বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত পরিবর্তন অসম্ভব।"

তিনি আরও বলেন, "বিগত ১৬ বছরে রংপুর বিভাগ ও পঞ্চগড় বৈষম্যের শিকার হয়েছে। কোনো শিল্প কারখানা স্থাপিত হয়নি, রাস্তা ছাড়া উন্নয়ন তেমন চোখে পড়েনি। পঞ্চগড়ের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব।"

শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, "অনেক বিত্তবান ও ভালো মানুষ আছেন। তাদের সঙ্গে যোগাযোগ ও সদিচ্ছা থাকলে দরিদ্রদের সহায়তা করা সম্ভব। বিতরণকৃত শীতবস্ত্র পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হবে।"

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল বারী, গড়িনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপুসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন