গুম-খুন ও দুর্নীতির বিচারে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার : প্রেস সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

প্রেস সচিব শফিকুল আলম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গুম, খুন এবং গণহত্যার বিচারের কাজ চলমান রয়েছে। একইসঙ্গে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইবি সাংবাদিক সমিতি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে নিরলস কাজ করছে। কেউ কেউ ভাবছেন তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তবে আমি বলব, বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষার বাস্তবায়নে অভূতপূর্ব কাজ করছে।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়তে কমিশনের মাধ্যমে আকাঙ্ক্ষাগুলো পূরণ করা হবে। জুলাই আন্দোলনের ফলাফলই হচ্ছে কমিশনের রিপোর্ট। আপনারা এই রিপোর্ট পড়ুন এবং ক্যাম্পাসে এ নিয়ে আলোচনা ও বিতর্ক করুন। একইসঙ্গে শহীদদের মূল্যায়ন এবং আন্দোলনের ইতিহাস সংরক্ষণে কাজ করা জরুরি।”
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, “বিপ্লবীরা স্বল্প সময়ে পরিবর্তন চায়, কিন্তু রাষ্ট্রীয় কাঠামো ও দীর্ঘদিনের সমস্যা দ্রুত পরিবর্তন করা সম্ভব নয়। স্বৈরাচারের সময়কালের সীমাহীন গুম, খুন, টাকা পাচার, এবং দুর্নীতি দূর করতে সময় লাগবে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।”
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইবিসাসের সাবেক সভাপতি অধ্যাপক ড. হোসাইন আল মামুন। সঞ্চালনা করেন ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।
এই সেমিনারে বক্তারা জুলাই আন্দোলনের ফসল এবং এর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বিপ্লবী কার্যক্রমের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আরও গবেষণার আহ্বান জানান।