Logo
Logo
×

জাতীয়

এসকে সুরের বাসায় দুদকের অভিযানে জব্দ সাড়ে ৪ কোটি টাকার ডকুমেন্ট ও নগদ অর্থ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম

এসকে সুরের বাসায় দুদকের অভিযানে জব্দ সাড়ে ৪ কোটি টাকার ডকুমেন্ট ও নগদ অর্থ

দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বাসায় দুর্নীতি দমন কমিশন (দুদক) রবিবার অভিযান চালিয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া অভিযানটি বিকেল ৪টা পর্যন্ত চলে।

অভিযানে দুদক ১৬ লাখ ২৫ হাজার টাকা নগদ এবং স্বর্ণালংকার জব্দ করেছে। এছাড়াও ৪ কোটি ৪৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্টও উদ্ধার করা হয়েছে।

দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন এবং জানান, এই অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি সঞ্চয়পত্রের ডকুমেন্টও জব্দ করা হয়েছে। সঞ্চয়পত্রগুলোর ভিত্তিতে বাকি অর্থেরও তদন্ত করা হবে।

প্রসঙ্গত, সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয় এবং ১৪ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন