দুর্নীতি মামলার আসামি পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকা নিয়ে দুদকের প্রশ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের দায়িত্ব পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
রোববার (১৯ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক এ তথ্য জানান। তিনি বলেন, পূর্বাচলে রাজউকের ১০ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় পুতুল দুর্নীতির মামলার আসামি। এ ঘটনায় তার মা শেখ হাসিনা হুকুমের আসামি। এ অবস্থায় পুতুল কীভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো গুরুত্বপূর্ণ সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
দুদক জানায়, তদন্তের স্বার্থে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও একাধিক দফতরে চিঠি পাঠানো হবে।
এদিন আরও জানা যায়, সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। পাশাপাশি, ২৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
দুদক জানিয়েছে, এ ধরনের মামলার তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।