Logo
Logo
×

জাতীয়

বিএনপির সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমান-মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্যরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম

বিএনপির সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমান-মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্যরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা সদস্য পদ নবায়ন করেছেন। সোমবার (২০ জানুয়ারি) ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান।  

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে মহাসচিব ও দলের শীর্ষ নেতারা সদস্য পদ নবায়নের ফরম পূরণ করেন। সদস্য পদ নবায়নের জন্য ২০ টাকা করে ফি দিয়ে ফরম সংগ্রহ করেন তারা। উল্লেখ্য, এবার সদস্য ফরমের মূল্য দ্বিগুণ করে ২০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১০ টাকা।  

দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশে বিএনপির লক্ষ্য হলো ৪১ লাখ সদস্যের সদস্য পদ নবায়ন করা। নবায়ন কার্যক্রম শুরুর অনুষ্ঠানে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তৃতা দেন।  

তারেক রহমান বলেন, "আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আওয়ামী লীগ সরকার আমাদের লাখ লাখ নেতাকর্মীকে ভয়াবহ নির্যাতন, গুম ও দমন-পীড়নের শিকার করলেও তারা বিএনপির পাশে থেকে গেছেন। এই লাখ লাখ নেতাকর্মীকে আমরা পুনরায় একত্রিত ও ঐক্যবদ্ধ করতে চাই। সদস্য পদ নবায়ন কার্যক্রম তারই একটি ধাপ।"  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন