Logo
Logo
×

জাতীয়

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিমানবন্দরের বিশেষ নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিমানবন্দরের বিশেষ নির্দেশনা

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিমানবন্দরের বিশেষ নির্দেশনা

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এই নির্দেশনা জারি করা হয়েছে। 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম সোমবার (২০ জানুয়ারি) দেশের সব এয়ারলাইন ও বিমানবন্দর সংশ্লিষ্ট পক্ষকে এই নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন। 

নির্দেশনায় বলা হয়েছে, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের সবাইকে সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা নিতে হবে এবং সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। এক বছরের নিচের শিশুদের এ টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। যদি কেউ গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন, তবে তাকে নতুন করে টিকা নিতে হবে না। 

১০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। ইতোমধ্যে সৌদি আরবের সিভিল এভিয়েশন দফতর সব এয়ারলাইনকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে। এছাড়াও, কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর ও পোলিও টিকা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীতজ্বরের টিকা বাধ্যতামূলক। 

চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) ইতোমধ্যে বাংলাদেশে শনাক্ত হয়েছে। এই ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী, গত ১৩ জানুয়ারি বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। যাত্রী, স্টাফ ও দর্শনার্থীদের মুখে মাস্ক রাখা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। যদি কারো মধ্যে জ্বর, কফ, শ্বাস ছোট হওয়ার মতো এইচএমপিভির লক্ষণ দেখা দেয়, তবে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের স্বাস্থ্য সেবায় জানাতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন