Logo
Logo
×

জাতীয়

বাংলাবাজারে ৫ হাজার সরকারি পাঠ্যপুস্তক জব্দ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:৫১ পিএম

বাংলাবাজারে ৫ হাজার সরকারি পাঠ্যপুস্তক জব্দ

ছবি : সংগৃহীত

রাজধানীর বাংলাবাজারে সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৫ হাজার পাঠ্যবই জব্দ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলের উপস্থিতিতে রমনার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান অভিযান পরিচালনা করে এসব বই জব্দ করেন।

অভিযান শেষে জানানো হয়, সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক রাজধানীর কোতয়ালি থানার বাংলাবাজার বই মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্য এনএসআই শিক্ষা মন্ত্রণালয়কে দেয়। পরে সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২টি দোকানের প্রত্যেকটিকে এক হাজার টাকা করে জরিমানা করেন এবং ৫ হাজার বই জব্দ করেন।

অভিযান পরিচালনার সময় বাংলাবাজার বই মার্কেটের ২টি দোকান ও ১টি গোডাউনে সরকার প্রিন্টার্স, লেটারে অ্যান্ড কালার লি., সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন, মাস্টার সিমেক্স ও সুবর্ণা প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতের প্রায় ৫ হাজার বই জব্দ করা হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করলে সর্বোচ্চ জরিমানা ও জেল দেওয়া হবে মর্মে সতর্ক করা হয়।

দোকান ২টি হচ্ছে— বাংলাবাজারের ৬ প্যারিদাশ রোডের বই বাজার বিডি ও প্যারিদাশ রোডের জাহিদ বুক হাউজ।

উল্লেখ্য, এনসিটিবির পাঠ্যপুস্তকের মান নিয়ন্ত্রণ, কাগজ ও আর্ট কার্ডের মজুত, গাইড বই মুদ্রণ ও সরকারি বই বাজারে বিক্রির বিরুদ্ধে এনএসআই নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন