Logo
Logo
×

জাতীয়

অনলাইন আবেদনের সময় বেড়েছে ৪৭তম বিসিএসের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম

অনলাইন আবেদনের সময় বেড়েছে ৪৭তম বিসিএসের

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। সরকারি চাকরির এই পরীক্ষার জন্য আবেদন জমা দিতে আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলওয়েজ দুরদানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই তারিখের পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এর আগে, আবেদনের সময়সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন