Logo
Logo
×

জাতীয়

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি এসেছে পাকিস্তানি নম্বর থেকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি এসেছে পাকিস্তানি নম্বর থেকে

ছবি: সংগৃহীত

ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এপিবিএন সূত্রে জানা যায়, এই হুমকি একটি পাকিস্তানি নম্বর থেকে এসেছে।

বিমানবন্দর এপিবিএন-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ভোর সাড়ে ৪টার দিকে হুমকির বার্তাটি পাঠানো হয়। বার্তায় জানানো হয়, রোম থেকে আসা ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রাখা হয়েছে এবং এটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর বিস্ফোরণ ঘটানো হবে। বার্তায় এটিকে হুমকি হিসেবে নয়, বরং সতর্কতা হিসেবে উল্লেখ করা হয়।

হুমকির বার্তা পাওয়ার পর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি, তবে চ্যাটিং চালিয়ে যাওয়া হয়। চ্যাটিংয়ের মাধ্যমে জানতে চাওয়া হয়, বিস্ফোরকগুলো কে বা কারা রেখেছে। উত্তরে বলা হয়, এটি কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার উদ্দেশ্যে করতে পারে।

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ মডেলের এই ফ্লাইটটি, যার বোর্ডে ২৫০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়। এটি বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় অবতরণ করে।

ফ্লাইটটি অবতরণের পরপরই বিমানবাহিনীর সদস্যরা যাত্রীদের জরুরি ভিত্তিতে নিরাপদে উড়িয়ে নিয়ে আসেন। তবে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রেখে দেওয়া হয়।

সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট উড়োজাহাজে প্রবেশ করে। সিট, করিডোর, টয়লেট, ক্যাফে, এবং যাত্রীদের হ্যান্ড ব্যাগ তল্লাশি করেও কোনো বোমা বা বোমাসদৃশ বস্তু পাওয়া যায়নি।

তল্লাশি চলাকালে যাত্রীদের বিমানবন্দরের টার্মিনাল ভবনে রাখা হয়। তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে দেওয়া হয়নি। বিমান পুরোপুরি নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত তারা টার্মিনাল ভবনে অপেক্ষা করেন।

বিকেল ৪টায় এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এ ব্রিফিং করা হবে।

এই ঘটনায় বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ হুমকির উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন