Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশে ইনভেস্ট করতে চায় বড় বড় কোম্পানি: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম

বাংলাদেশে ইনভেস্ট করতে চায় বড় বড় কোম্পানি: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই সম্মেলন ও সফর থেকে ভালো কিছু ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

শফিকুল আলম বলেন, দাভোসে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডি, সিইওরা আসেন। তাদের সঙ্গে অনেক সরকার প্রধানদের আলাপ-আলোচনা হয়। এমডিদের দাভোসের ছোট ছোট রুমে অনেক গুরুত্বপূর্ণ আলাপ হয়। এক ধরনের চুক্তি হয়। এই দুইদিনে প্রচুর হেড অব গভর্মেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার, প্রায় ১০টার মতো হেড অব গভর্মেন্টের কথা হয়েছে।

তিনি বলেন, বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তাদের সিইওরা প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করবেন। তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাইবেন, বাংলাদেশের ব্যবসার সুযোগ-সুবিধা কী আছে সেটি নিয়ে জানতে চাইবেন। আমাদের তরফ থেকে বার বার বলছি যে, বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। ব্যবসার সেই পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসা করার জন্য যে শর্তগুলো রয়েছে, সেগুলো যতটা সহজ করা যায় সেটা করা হয়েছে। চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বাড়ানো হয়েছে।

প্রেস সচিব আরও বলেন, অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্র, জার্মানি, তুরস্ক, চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছেন। তাদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বলছেন। বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত। বাংলাদেশের যুবকদের দিয়ে তারা সহজেই বাংলাদেশকে রপ্তানি কেন্দ্র করতে পারেন। আশা করা হচ্ছে, এটা থেকে ভালো কিছু ফলাফল পাওয়া যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন