জুলাই অভ্যুত্থানে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০৫৮৪ ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তারা সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টারে চিকিৎসা গ্রহণ করবেন।
এর আগে তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেওয়া এই সাতজন হলেন, আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব।
এই উদ্যোগ আহতদের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।