Logo
Logo
×

জাতীয়

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল

আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন যে, কিছু লোক পাগলের প্রলাপের মতো গুজব ছড়াচ্ছে এবং এসব গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান। তিনি বলেন, "আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।"

গতকাল বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকার, সরকারের উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্নজনকে নিয়ে গুজব ছড়ানো হয়। এসব গুজবে বলা হয়, 'অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন', 'প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন', 'সামরিক বাহিনী সরকার গঠন করছে', 'সমন্বয়করা পালিয়ে গেছেন'— যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নামে খোলা বিভিন্ন পেজ ও তাদের নেতাকর্মীরা এসব অপতথ্য ছড়ায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন