Logo
Logo
×

জাতীয়

নতুন রাজনৈতিক দল গঠন হলে বিএনপি তাকে স্বাগত জানাবে : তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

নতুন রাজনৈতিক দল গঠন হলে বিএনপি তাকে স্বাগত জানাবে : তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠন হলে বিএনপি তাকে স্বাগত জানাবে। তবে রাষ্ট্র বা প্রশাসনের সহযোগিতা নিলে তা হতাশাজনক হবে। তিনি বলেন, এই প্রক্রিয়া স্বচ্ছ ও স্বাভাবিক হওয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ। শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং নির্বাচন কমিশন ও দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকার সংবিধানসহ বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নিয়েছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের সংস্কারের সাথে দুই একটি প্রক্রিয়াগত বিষয় ছাড়া বিএনপির কোনো ভিন্নমত নেই। বিএনপি সংস্কার ও নির্বাচনের পক্ষেই।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে তারেক রহমান বলেন, বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করাসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সরকারের পক্ষে সিন্ডিকেট থেকে মুক্তি দেয়া সহজ। জনগণের ওপর ভ্যাটের বোঝা কেন চাপিয়ে দেয়া হচ্ছে এবং সরকার এখনও কেন বাজার সিন্ডিকেট নষ্ট করতে পারেনি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, বিএনপি তাকে স্বাগত জানায়। তবে রাষ্ট্রীয় বা প্রশাসনিক সহায়তা নিলে তা হতাশাজনক হবে। অন্য রাজনৈতিক দলের প্রতি ঝগড়াসূলভ বা প্রতিহিংসামূলক আচরণ জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে। তরুণরা আগামীর ভবিষ্যৎ এবং তারাই নেতৃত্ব দেবে, তবে তা যেন প্রশ্নবিদ্ধ পথে না হয়, এমন আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণ যদি বৃহত্তর স্বার্থে সরকারের ব্যর্থতা মেনে নিতে পারে, তাহলে সরকার পক্ষ থেকেও যেকোনো বিষয়ে ধৈর্য সহকারে মেনে নেয়া উচিত। বিএনপির কার্যক্রম নিয়ে কেউ ষড়যন্ত্র করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন