সমালোচনার মুখে স্থগিত বাংলা একাডেমি পুরস্কারের তালিকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

ফাইল ছবি
বাংলা একাডেমি পুরস্কারের জন্য প্রকাশিত তালিকা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার কিছু পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে উপদেষ্টা ফারুকী লেখেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি, বাংলা একাডেমির নীতিমালা রিভিউ করে সংস্কারের প্রয়োজন রয়েছে। একাডেমির কার্যক্রম এবং নীতিমালার ব্যাপারে আমূল সংস্কারের দিকে আমরা এগোবো।
এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের জন্য ১০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় কবিতা, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ এবং ফোকলোরসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নাম প্রকাশ করা হয়।
তবে এই তালিকায় ফ্যাসিস্ট সহযোগী ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে, তালিকায় কয়েকজন বিগত সরকারের সুবিধাভোগী, যারা শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের ওপর বই লিখেছেন। সমালোচনার মুখে বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপদেষ্টা ফারুকী আরও বলেন, দেশের সংস্কার হবে, তাই বাংলা একাডেমিরও সংস্কার প্রয়োজন। এই প্রতিষ্ঠানের নীতি এবং পরিচালনা পদ্ধতির ব্যাপারে পূর্ণাঙ্গ পর্যালোচনা জরুরি।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়। সেই তালিকায় কবিতায়- মাসুদ খান, কথাসাহিত্যে- সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে- শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে- ফারুক নওয়াজ, অনুবাদে- জি এইচ হাবীব, গবেষণায়- মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে- রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে- মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ স্থান পান।
উল্লেখ্য, তালিকার নাম স্থগিত করার পাশাপাশি বাংলা একাডেমি পরিচালনার কাঠামোগত নীতিমালারও রিভিউ করার ঘোষণা দেওয়া হয়েছে।