Logo
Logo
×

জাতীয়

নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না, সেটি রাজনৈতিক সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:০১ পিএম

নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না, সেটি রাজনৈতিক সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না, সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর পানি ভবনে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে মুক্তিযুদ্ধকে অবজ্ঞার কোনো সুযোগ নেই। ১৮ কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকে অবমাননা করবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করছিল, তবে মানুষ এখন অনেক সচেতন। জুলাই অভুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে গুজব তুলে তাদের বিভ্রান্ত করার সুযোগ নেই।

রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বলেছে এখনও অনাস্থার কোনো পরিবেশ তৈরি হয়নি। কাজেই অনাস্থা তৈরির মতো কোনো পরিবেশ তিনি দেখতে পাচ্ছেন না।

নির্বাচন নিয়ে পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই বলেছেন যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে এবং আন্তর্জাতিক সম্মেলনে গিয়েও একই কথা বলেছেন। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা জানিয়েছেন, সেই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরিবেশের ক্ষতি করে কোন উন্নয়ন ফলপ্রসূ হবে না উল্লেখ করে উপদেষ্টা পরিবেশের সুরক্ষায় ইলেকট্রিক গাড়ির ব্যবহারের বিষয়েও কথা বলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন