চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ভারতের বিকল্প হতে পারে চীন : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম

ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন যে, ভারত ভিসা কম দেওয়ায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীন একটি বিকল্প দেশ হতে পারে। চীন সফর শেষে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
মো. তৌহিদ হোসেন বলেন, চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের জন্য চীনের কুনমিং হতে পারে একটি বিকল্প। সেখানে চিকিৎসা ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এই প্রেক্ষাপটে, চীনের কাছে ভিসা ফি কমানোরও অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশিরা এতদিন চিকিৎসার জন্য সহজেই ভারতে যেতে পারতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে বাংলাদেশিদের যাতায়াত সীমিত করা হয়েছে, ফলে ভিসা জটিলতার কারণে অনেকেই চিকিৎসার জন্য ভারত যেতে পারছেন না।
তৌহিদ হোসেন বলেন, চীন একটি বড় হাসপাতাল স্থাপন করতে চায় এবং এর জন্য পূর্বাচলে জায়গা প্রস্তাব করা হয়েছে।
চীন সফর সম্পর্কে তিনি জানান, চীনের সাথে ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা এই বিষয়টি বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে।
তৌহিদ হোসেন আরও বলেন, ব্রহ্মপুত্র নদ নিয়ে চীনের সাথে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে, তবে তিস্তা নদীর বিষয়ে কোনো আলোচনা হয়নি।