সাবেক মেয়র তাপসের স্ত্রীও রহস্যজনকভাবে শতকোটি টাকার সম্পদের মালিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
সাবেক মেয়র তাপসের স্ত্রী আফরিন তাপস, আওয়ামী লীগ শাসনামলের মাত্র কয়েক বছরের মধ্যে রহস্যজনকভাবে শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে দেখা গেছে, স্বামী-স্ত্রী অবৈধ পন্থা অবলম্বন করে কালো টাকা সাদা করেছেন। তারা একই পুকুরে মৎস্য চাষের পৃথক আয় দেখিয়ে আয়কর নথিতে দুইবার করে উপস্থাপন করেছেন।
আফরিন তাপসের ২০১১-২০১২ অর্থবছরে যেখানে ৫৬ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ছিল, সেখানে কয়েক বছরের মধ্যে ১০৫ কোটিরও বেশি সম্পদের মালিক হয়েছেন। দুদকের তদন্তে জানা যায়, আফরিন তাপসের নয়টি ব্যাংক হিসাব থেকে অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দুদক সূত্র জানায়, আফরিন তাপস ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এছাড়া, তার স্বামী শেখ ফজলে নুর তাপস ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই পলাতক রয়েছেন।