Logo
Logo
×

জাতীয়

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, বিকল্প হিসেবে বিআরটিসি বাস চালু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:০৬ এএম

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, বিকল্প হিসেবে বিআরটিসি বাস চালু

ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের জেরে সোমবার মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে বিআরটিসি বাস সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী সংবাদমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় উল্লেখ করা হয়েছে, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দেশের রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে বিকল্প পরিবহন হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ট্রেনের টিকিট ব্যবহার করে বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে উল্লেখিত স্থানগুলো থেকেও যাত্রীরা বিআরটিসি বাসের মাধ্যমে ঢাকায় আসতে পারবেন।

বার্তায় আরও জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন