Logo
Logo
×

জাতীয়

দেশে ফিরেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম

দেশে ফিরেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেফতার হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাতে তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। এরপর দেবীদ্বার থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। 

গ্রেফতার সাদ্দাম হোসেন দেবীদ্বার উপজেলার উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা থেকে সাদ্দাম হোসেনের গ্রেফতারের বিষয়টি দেবীদ্বার থানায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস। তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেলের মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন