Logo
Logo
×

জাতীয়

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ : ইইউ রাষ্ট্রদূত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪৯ পিএম

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ : ইইউ রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করবে ইইউ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মিলার।

মিলার জানান, পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইইউ সহযোগিতা করবে। এছাড়া, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ১৫০ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ভোট কবে হবে সে বিষয়ে আলোচনা হয়নি। তারা জানেন, হয় ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে। এর বাইরে কিছু বলতে পারব না।

নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ইইউ একমত এবং সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে তারা মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে। ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে নির্বাচন কমিশন কাজ করছে, এমন আশ্বাস দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন