Logo
Logo
×

জাতীয়

আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম

আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি নিয়ে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বণ্টন, নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ উন্মুক্তকরণ নিয়ে আলোচনা হবে।

জাহাঙ্গীর আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে এবং ফেন্সিডিল ওষুধ হিসেবে তৈরি করলেও তা মাদক হিসেবেই ব্যবহৃত হয়।

তিনি আরও বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষের অনুমতি নিতে হয়। উন্নয়নমূলকভাবে মসজিদ বা মন্দির করতে হলেও দুই দেশের সম্মতি প্রয়োজন। আগামীতে এ বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, বিএসএফ বা ভারতীয় নাগরিকদের দ্বারা সীমান্ত হত্যা, নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো বা আহত করা বন্ধ করার বিষয়ে আলোচনা হবে। এছাড়া, বিএসএফ বা ভারতীয় নাগরিকদের দ্বারা বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে। সীমান্ত লঙ্ঘন, অবৈধ পারাপার বা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে। ভারত থেকে বাংলাদেশে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া, আগরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হওয়া চারটি খালে পানি শোধনাগার স্থাপন নিয়ে আলোচনা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন