Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতিকে লাওস রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করবে লাওস

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করবে লাওস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে লাওসের রাষ্ট্রদূত বাওমি ভ্যানমানি ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

লাওস সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করবে বলে জানিয়েছেন লাওসের রাষ্ট্রদূত বাওমি ভ্যানমানি। 

বুধবার (২৯ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।

লাওসের রাষ্ট্রদূত বলেন, ‘লাওস সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার জন্য কাজ করবে। লাওস বাংলাদেশ এবং তার জনগণের প্রতি পূর্ণ সমর্থন করবে।’ 

পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে লাওসের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক আরিক মোরশেদও উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, ‘খুব শীঘ্রই লাওস-বাংলাদেশ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হবে এবং উভয় দেশ একে অপরের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে কাজ করবে।’ এ সময় লাওসের রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন