অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারালে আওয়ামী লীগের প্রোপাগান্ডা প্রতিষ্ঠা পাবে: প্রেস সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম

ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারালে আওয়ামী লীগ তাদের প্রোপাগান্ডাগুলো সত্য বলে প্রতিষ্ঠিত করবে। তিনি জানান, সত্য উদঘাটনে সরকারের বিভিন্ন কমিশন কাজ করছে।
বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সুপ্রীমকোর্ট বার অডিটোরিয়ামে 'সত্য, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ' শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
আলোচনাসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করেছে, তা সংস্কার করা দরকার। ঢালাওভাবে মামলা হওয়ায় অনেকেই অপরাধ না করেও হয়রানির শিকার হচ্ছেন, যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছে।
বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতিসংঘের তদন্ত রিপোর্ট একটি মাইলফলক তৈরি করবে এবং আওয়ামী লীগ এটাকে অস্বীকার করতে পারবে না।