Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশে ২০২৮ সালের মধ্যে উন্নয়ন সহায়তা বন্ধ করবে সুইজারল্যান্ড

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম

বাংলাদেশে ২০২৮ সালের মধ্যে উন্নয়ন সহায়তা বন্ধ করবে সুইজারল্যান্ড

ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ড সরকার বাংলাদেশসহ তিন দেশে ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সুইস পার্লামেন্টের এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল জানিয়েছে, আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচিগুলো বন্ধ করবে সুইজারল্যান্ড উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (এসডিসি)।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাঠ পর্যায়ের প্রয়োজনীয়তা, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদি স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) এবং অন্যান্য দেশগুলোর তুলনায় সুইজারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব বিবেচনা করে।

গত ডিসেম্বরে সুইস পার্লামেন্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্ল্যাটফর্মে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে মানবিক সহায়তা, শান্তির প্রচার এবং ইউক্রেনকে এই পদক্ষেপের বাইরে রাখা হয়েছে।

২০২৫ সাল থেকে বহুপাক্ষিক সহযোগিতার মধ্যে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন, ইউএনএইডস এবং ইউনেস্কোতে সহায়তা বন্ধ করা হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন