স্বর্ণের নতুন দাম নির্ধারণ, দেশের ইতিহাসে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

ছবি : সংগৃহীত
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
গত ২৯ জানুয়ারি বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল।