Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা আবেদন সহজ করলো থাইল্যান্ড

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম

বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা আবেদন সহজ করলো থাইল্যান্ড

ছবি : সংগৃহীত

থাইল্যান্ড বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা প্রক্রিয়া সহজতর করছে। রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার থাই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, থাই ই-ভিসা আবেদনকারীদের জন্য উন্নত সেবা চালু করা হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে তিনটি ক্যাটাগরিতে আবেদনকারীরা অতিরিক্ত সুবিধা পাবেন।

কেমোথেরাপি, বড় অস্ত্রোপচার, ক্যান্সার চিকিৎসা এবং হৃদরোগের মতো জীবন রক্ষাকারী চিকিৎসার প্রয়োজন এমন গুরুতর রোগীদের, সেই সঙ্গে জটিলতা বা প্রসবের অপেক্ষায় থাকা গর্ভবতী নারীদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা তাদের থাই হাসপাতাল বা বাংলাদেশে অবস্থিত হাসপাতালের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জরুরি অবস্থা নিশ্চিত করতে এবং দূতাবাসে তাদের অনুরোধ জানাতে পারেন। প্রতিটি রোগীকে একজন অ্যাটেন্ডেন্ট আনতে অনুমতি দেওয়া হয়। অতিরিক্ত অ্যাটেন্ডেন্টের জন্য স্বাভাবিক নিয়মে আবেদন করতে পারেন।

ব্যাংককে জাতিসংঘের সংস্থাগুলোর আয়োজিত সম্মেলন, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণকারীদের ভিসা সুবিধার জন্য আয়োজক সংস্থাকে তাদের নাম ও যোগাযোগের বিবরণ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। অংশগ্রহণকারীরা প্রত্যাশিত অনুষ্ঠান সম্পর্কে আগে থেকে অবহিত করতে দূতাবাসে ই-মেইল করতে পারেন।

থাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের থাইল্যান্ডের সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা অথবা থাইল্যান্ডের ক্রীড়া কর্তৃপক্ষের কাছে ভিসা সুবিধার জন্য তাদের নাম ও যোগাযোগের বিবরণ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। অংশগ্রহণকারীরা প্রত্যাশিত ইভেন্ট সম্পর্কে আগে থেকে জানাতে দূতাবাসে ই-মেইল করতে পারেন।

দূতাবাস আরও জানায়, ভিসা আবেদনকারীদের উন্নত সেবা দেওয়ার জন্য আবেদন এবং অর্থপ্রদান ব্যবস্থা আপগ্রেড করার জন্য সক্রিয়ভাবে কাজ চলছে। ভিসা প্রক্রিয়াকরণে কমপক্ষে ১০ কার্যদিবস সময় লাগে। আবেদনকারীদের দ্রুত আবেদনপত্র জমা দেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে। দূতাবাস আরও জানায়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান মাঘী পূর্ণিমা পালনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকার থাই দূতাবাস বন্ধ থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন