Logo
Logo
×

জাতীয়

জাপান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী: ইকুইনা আকিকো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম

জাপান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী: ইকুইনা আকিকো

ছবি : সংগৃহীত

জাপান বাংলাদেশকে সমর্থন জানিয়ে এবং ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি করার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ বার্তা দেন।

ইকুইনা আকিকো তার বক্তব্যে বলেন, "জাপান সবসময় বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে এবং দেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে এসেছি। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এই সফর খুবই গুরুত্বপূর্ণ।"

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানকে বাংলাদেশের "ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু" হিসেবে অভিহিত করে বলেন, "এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের দুই দেশের মধ্যে দৃঢ় সহযোগিতা প্রয়োজন।"

বর্তমানে জাপান বাংলাদেশে একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘকাল ধরে সহায়তা প্রদান করছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এখন প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার, এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি সক্রিয়ভাবে কাজ করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন