Logo
Logo
×

জাতীয়

আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআই’র নামে ৩৫ কোটি টাকার এফডিআর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআই’র নামে ৩৫ কোটি টাকার এফডিআর

ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর খুঁজে পেয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদক সিআরআইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ থাকলেও ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) পাওয়া যায়।

দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সিআরআইয়ের পরিচালনা পর্ষদ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। এর ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযানের সময়, দুদক ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআইয়ের ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করে। এখন দুদক এই নথি ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করবে।

উল্লেখ্য, সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, ভাইস-চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল। ট্রাস্টিদের মধ্যে আছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন