শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে এর দায় ভারতের: নাহিদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

ছবি : সংগৃহীত
শেখ হাসিনা যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে এর দায়ভার ভারতকেই নিতে হবে এবং এ বিষয়ে ভারতকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বুধবার, ৫ ফেব্রুয়ারি বিকেলে বাংলা একাডেমিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারি-মার্চ মাসজুড়ে রাজপথ থাকবে ছাত্র-জনতার দখলে। আন্দোলনের জন্য তারা প্রস্তুত এবং কোনো ভয় বা আতঙ্ক দেখিয়ে তাদের দমন করা যাবে না। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে।
অভ্যুত্থানে গণমাধ্যমগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদিও ইলেকট্রনিক মিডিয়া তৎকালীন সরকারের নিয়ন্ত্রণে থাকায় আন্দোলনের খবর টিভিতে প্রচার করা হয়নি। তবে কিছু সংবাদপত্র আন্দোলনকে সংঘর্ষ হিসেবে উপস্থাপন করেছিল।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১৯৭২ সালের মতো যেন অপরাধীরা নিজেদের নির্দোষ দাবি করতে না পারে এবং ইতিহাস বিকৃতি প্রতিরোধ করা যায়, সে জন্য জুলাই আন্দোলন যথাযথভাবে নথিভুক্ত করা হচ্ছে।