Logo
Logo
×

জাতীয়

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে ঘুষের মামলা

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে ঘুষের মামলা

ছবি : সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, শিবলী রুবাইয়াত উল ইসলামের পাশাপাশি আরও পাঁচজন এই মামলায় আসামি হয়েছেন।

তারা হলেন- মোনার্ক হোল্ডিং ইনকর্পোরেশনের চেয়ারম্যান জাবেদ এ মতিন, ঝিল বাংলা ফেব্রিক্সের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ইসরাত জাহান, ভাইস প্রেসিডেন্ট ও শাখার অপারেশন ম্যানেজার ইকবাল হোসেন এবং ব্যাংকটির এসইভিপি, অডিট অ্যান্ড ইনসপেকশন ডিপার্টমেন্ট ও সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।

মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তার পরদিনই তার বিরুদ্ধে মামলা করার কথা জানায় দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত উল ইসলামের বিরুদ্ধে ভুয়া বাড়ি ভাড়ার চুক্তিনামা দেখিয়ে ১ কোটি ৯২ লাখ টাকা বা প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ মার্কিন ডলার এবং ভুয়া পণ্য বিক্রির চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানির কৌশলে ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকাসহ মোট ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়েছে।

শিবলী ২০২০ সালের ১৭ মে থেকে ২০২৪ সালের অগাস্ট পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব পালনকালেই তার ব্যাংক অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের মোনার্ক হোল্ডিং ইনক থেকে অর্থ আসে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন