Logo
Logo
×

জাতীয়

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৯ পিএম

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

ছবি : সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা এই হামলা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেন এবং ছাদের রেলিং ও সামনে থাকা একটি পোড়া গাড়িতে আগুন দেন। এ সময় তারা 'নারায়ে তাকবির, কাউয়া কাউয়া' স্লোগান দিতে থাকেন।

হামলার আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার ফেসবুক পেজ থেকে বেলা ১১টায় 'বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি!' শিরোনামে একটি পোস্ট করা হয়।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই; যা আছে, তা তার ছোট ভাই কাদের মির্জার। সকাল থেকে সাংবাদিক ও উৎসুক জনতা বাড়ির সামনে অবস্থান করছিলেন।

আন্দোলনকারীদের একজন বলেন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য ওবায়দুল কাদের দায়ী। আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র-জনতা। এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণতি হবে, এটাই আমাদের শেষ কথা।

উল্লেখ্য, এর আগে ৫ আগস্ট ২০২৪ সালে একই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন