Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনার ডিগ্রি ও বিদেশ ভ্রমণের খরচ নিয়ে অনুসন্ধান করবে দুদক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

শেখ হাসিনার ডিগ্রি ও বিদেশ ভ্রমণের খরচ নিয়ে অনুসন্ধান করবে দুদক

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জন এবং বিদেশ ভ্রমণে রাষ্ট্রীয় অর্থ খরচ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই তথ্য জানান।

আক্তার হোসেন জানান, শেখ হাসিনা বিদেশ সফরে বিশাল বহরের জন্য সরকারি অর্থে বিমান ভাড়া করতেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতায় থাকাকালে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন সম্মেলনে দেড় শতাধিকের বেশি সফরসঙ্গী তাঁর সাথে ছিলেন।

তিনি আরও জানান, শেখ হাসিনা বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ও ৭৮৭ সিরিজের অত্যাধুনিক উড়োজাহাজে বিভিন্ন দেশে যেতেন। ২০১৯ থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ বিমান ২৫০ কোটি টাকা ব্যয়ে ৪৮টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে শেখ হাসিনার সফরে প্রায় ২০০ কোটি টাকা খরচ হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত সরকারের কাছে বাংলাদেশ বিমানের প্রায় ৫০ কোটি টাকা বকেয়া রয়েছে।

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি প্রসঙ্গে তিনি জানান, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি ডিগ্রি পেয়েছেন। এসব ডিগ্রি অর্জনে শেখ হাসিনা লবিস্ট নিয়োগ ও বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন বলে অভিযোগ রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন