ডা. মুরাদ হাসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ এএম

ছবি : সংগৃহীত
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, "আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।"