‘সারা দেশে ভাঙচুর-অগ্নিসংযোগের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
সারা দেশে যেকোনো ধরনের ভাঙচুর ও অগ্নিসংযোগের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “কিছু ব্যক্তি ও গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় হামলার চেষ্টা করছে, যা সরকার শক্ত হাতে প্রতিহত করবে।”
সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত বলে উল্লেখ করা হয়। উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।