Logo
Logo
×

জাতীয়

এই বছরই হতে পারে নির্বাচন : প্রধান উপদেষ্টা

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

এই বছরই হতে পারে নির্বাচন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন একটি অপরিহার্য ধাপ। তিনি আশা প্রকাশ করেছেন, চলতি বছরের শেষের দিকে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের সাক্ষী হবে।

জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন (এনএইচকে)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস মনে করেন, আসন্ন নির্বাচনের পর গঠিত নতুন সরকার স্থিতিশীল ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে কাজ করতে পারবে।

৫ আগস্টের পরবর্তী সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখন আমি দায়িত্ব গ্রহণ করি, তখন দেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচারব্যবস্থা—সবকিছু ছিল বিপর্যস্ত। তবে সেই সময় থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি।

তিনি দেশের তরুণ প্রজন্মের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। বিগত বছরের গণআন্দোলনে তরুণরা যে প্রভাব বিস্তার করেছে, তা ভবিষ্যতের দিকনির্দেশনায় সহায়ক হবে বলে তিনি মনে করেন।

ড. ইউনূস বলেন, তরুণদের শক্তি ও সৃজনশীলতা আমাদের এগিয়ে নিয়ে যাবে। তারা উদ্ভাবনী চিন্তাধারা দিয়ে বিশ্বকে নতুন কিছু দেখাতে চায়। আমাদের সেই উচ্চাকাঙ্ক্ষা আছে, এবং আমরা তা বাস্তবায়নের পথে এগিয়ে যাব।

তিনি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ যে বাংলাদেশের তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, তা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন