Logo
Logo
×

জাতীয়

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার কোন পদক্ষেপ নেবে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ধরণের 'ঐকমত্য' তৈরি হচ্ছে যা অত্যন্ত ইতিবাচক। দেশের মানুষ ওই দলের অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী মনোভাব ও কর্মকাণ্ড সহ্য করতে পারেনি, যার ফলে ৫ আগস্টের আগে ও পরে দলটি নিষিদ্ধ করার বিষয়ে 'ঐকমত্য' প্রতিষ্ঠিত হয়। এই ঐকমত্য সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ করবে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত জনগণের আকাঙ্ক্ষা ও চাওয়াগুলিকে প্রাধান্য দেওয়া। সুতরাং বিএনপি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সম্মান করা উচিত। এছাড়া তিনি উল্লেখ করেন যে, বিচারিক প্রক্রিয়া ছাড়াও সরকারের কাছে চারটি আইন আছে, যার মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে যে কোন দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে এর আইনি কাঠামো এখনো নির্ধারণ করা হয়নি।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ায় জুলাই-আগস্টের গণহত্যার সাথে স্বৈরাচারী আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হতে পারে। সেই ক্ষেত্রে দলীয় ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করাসহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে যেহেতু বিষয়টি আইনের বাস্তবায়নের সাথে যুক্ত, তাই সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে।

তিনি বলেন, আমি আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশের জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে।

আপনি কি মনে করেন এটি আপনার চাওয়া অনুযায়ী হয়েছে?

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন