Logo
Logo
×

জাতীয়

ধানমন্ডি ৩২ ও দেশজুড়ে ভাঙচুরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ টিআইবির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

ধানমন্ডি ৩২ ও দেশজুড়ে ভাঙচুরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ টিআইবির

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এই পরিস্থিতি গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। একে প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা নেওয়া জরুরি, শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “দেশজুড়ে সহিংসতার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলীয়করণ, পরিবারতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি করেছে। তবে আইনের পথ অনুসরণ না করে সহিংস প্রতিক্রিয়া দেওয়া কোনো সমাধান নয়। এটি অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতার পক্ষে ইতিবাচক বার্তা দেবে না।”

তিনি আরও বলেন, “সহিংসতার পূর্বঘোষণা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। পরবর্তী সময়ে দায়সারা বিবৃতি দিয়ে পরিস্থিতি এড়ানোর চেষ্টাও লক্ষণীয়। সরকারের উচিত যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনসিদ্ধ ও কার্যকর পদক্ষেপ নেওয়া।”

টিআইবি সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে গণতান্ত্রিক উত্তরণ ও সুশাসনের পথ বাধাগ্রস্ত হবে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তারা মনে করে, শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের আইনানুগভাবে বিচারের আওতায় আনা জরুরি, তবে প্রতিশোধপরায়ণতার মাধ্যমে নয়, বরং দেশীয় ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে।

সংস্থাটি আরও বলেছে, ভিন্নমত দমন ও মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট সকল অংশীজনের সহনশীল ভূমিকার মাধ্যমেই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করে টিআইবি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন