সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয় : সমন্বয়ক হাসনাত

যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ এএম

ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আমলাদের সতর্ক করেছেন, তারা যেন শেখ হাসিনার পুনর্বাসনের আশায় না থাকেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফেসবুক লাইভে নিজের ভেরিফায়েড পেজে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "আমি বিশেষভাবে বলতে চাই, সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয়। ভবিষ্যতে, হয়তো এই বছর না হলেও ১০ বছর পর সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং ধানমন্ডি ৩২ এবং গণভবন থেকে শিক্ষা নিন।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, "যদি মনে করেন সচিবালয়ে বসে ধানমন্ডি এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করা হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরও অপ্রাসঙ্গিক করা হবে।"
হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, "৫ আগস্টের পর ভিন্নমত রুদ্ধ করা হয়নি, যেমনটি আওয়ামী লীগ শাসনামলে ছিল। আওয়ামী লীগের প্রতি ক্ষোভ যেন জমি দখল বা অন্য কোনোভাবে ব্যক্তিগত আক্রোশে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে সচেতন থাকুন।"