Logo
Logo
×

জাতীয়

ড. ইউনূসের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতীয় মিডিয়াও : প্রেস সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম

ড. ইউনূসের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতীয় মিডিয়াও : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ছয় দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। তাকে নেতিবাচকভাবে উপস্থাপনের জন্য একটি বৃহৎ ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি দাবি করেছেন, বিপুল অর্থ ব্যয়ে এই অপপ্রচার চালানো হচ্ছে এবং এতে ভারতের কিছু গণমাধ্যমও জড়িত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে প্রেস সচিব বলেন, যা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে অপ্রত্যাশিত। তিনি একে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও অভিযোগ করেন যে, একটি বিশেষ মহল ড. ইউনূসকে ‘জঙ্গি নেতা’ হিসেবে চিত্রিত করতে লক্ষ লক্ষ ডলার ব্যয় করছে। একই সঙ্গে, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। তিনি মনে করেন, এই অপপ্রচারের বিরুদ্ধে গ্রাফিতি ও ডকুমেন্টেশন কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, দেশে যেন আর কখনও ‘আওয়ামী স্বৈরাচার’ এবং তাদের সহযোগীরা ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা করতে হবে।

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের গণমাধ্যম শেখ হাসিনার পক্ষে কথা বলছে। তবে অন্তর্বর্তী সরকারের সাফল্য নিশ্চিত করতে তার দল গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন