Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, দ্রুত নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, দ্রুত নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে বিএনপি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই দাবি জানায় দলটির প্রতিনিধি দল।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, "আমরা আগেও বলেছি, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আমরা তাদের আবারও তাগাদা দিয়েছি।"

তিনি আরও বলেন, "সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে, তার দায় সরকার এড়াতে পারে না। সরকারি বাহিনীগুলোর সামনেই একের পর এক ঘটনা ঘটেছে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে বিঘ্নিত হয়েছে এবং ফ্যাসিবাদকে আরও সুযোগ করে দেওয়া হয়েছে।"

বিএনপি মহাসচিব জানান, তারা প্রশাসনে থাকা স্বৈরশাসনের সহযোগীদের বিচার দাবি করেছেন। পাশাপাশি গত ১৫-১৬ বছরে গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানান।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "আমরা সরকারকে জোরালোভাবে বলেছি, তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ। তবে তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চলছে।"

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন